15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

আপনি কি কম দামে সেরা স্মার্ট ফোন - ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন সম্পর্কে জানতে চাচ্ছেন? হ্যাঁ আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পর্বের মাধ্যমে আপনি জানতে পারবেন কম দামে সেরা স্মার্ট ফোন এবং ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন কোন গুলো বিস্তারিতসহ। কম দামে সেরা স্মার্ট ফোন - ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন এর নাম নিচে দেওয়া হলো।
কম দামে সেরা স্মার্ট ফোন - ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন
আপনি যদি আপনার সাধ্যের মধ্যে মোবাইল ফোন গুলো সম্পর্কে জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এই পর্বের মাধ্যমে আজকে আমরা আলোচনা করব দশ থেকে ২০ হাজার টাকার মধ্যে সবথেকে ভালো স্মার্টফোনগুলো সম্পর্কে। তাহলে চলুন জেনে নেয়া যাক কম দামে সেরা স্মার্ট ফোন - ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন সম্পর্কে।

পোস্ট সূচিপত্রঃ কম দামে সেরা স্মার্ট ফোন - ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন

কম দামে সেরা স্মার্ট ফোন

প্রিয় পাঠক আপনি যদি কম দামে সেরা স্মার্ট ফোন কিনতে চান তবে এই পর্বটি মাধ্যমে জেনে নিন কোন ফোনটি কিনলে সব থেকে বেশি উপকার হবে। আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব কম দামের সেরা কিছু স্মার্টফোন সম্পর্কে। তাহলে চলুন আজকের এই পর্বের মাধ্যমে জেনে নেওয়া যাক কম দামে সেরা স্মার্ট ফোন সম্পর্কে বিস্তারিত। নিচে কিছু কম দামে ভালো স্মার্টফোন এর তালিকা দেওয়া হলঃ

স্যামসাং এ০৪

২০২২ সালের সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ফোনের মধ্যেও samsung galaxy a04 অন্যতম। আপনি যদি কম দামের মধ্যে ভালো একটি ফোন কিনতে চান তবে আপনি এই ফোনটি কোন সন্দেহ ছাড়াই কিনতে পারেন। এই ফলের ডিসপ্লের ৬.৫ ইঞ্চি। আপনি কম দামের মধ্যে সবথেকে ভালো যদি ক্যামেরা নিতে চান তবে এই ফোনটিও অনেক উন্নত ক্যামেরা। এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। নিচে এই ফোনের ফিচারগুলো দেওয়া হলঃ
  1. ডিসপ্লে ৬.৫ ইঞ্চি
  2. প্রসেসর অক্টাকোর
  3. Ram ৩ জিবি
  4. Rom 32 জিবি
  5. পিছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল(ডুয়েল)
  6. সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  7. ব্যাটারি ৫ হাজার এম্পিয়ার
  8. দামঃ ১৪,৪৯৯ টাকা

ওয়ালটন অরবিট ওয়াই২১

সুন্দর ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে বর্তমান বাজারে সবথেকে অন্যতম সেরা বাজেটের phone walton অরবিট Y20। কম দামের মধ্যে এই ফোনটি আরো উন্নত হওয়ার কারণ এর ফোনে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে যেগুলো আরো উন্নত ফোনগুলোতে পাওয়া যায়। এক কথায় আপনি কম দামের মধ্যে উন্নত ফিচারের ফোন কিনতে চাইলে আপনি এই ফোনটি ক্রয় করতে পারেন। ৬.৬ ইঞ্চি ডিসপ্লের এই মোবাইলটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ এর টাস স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। এই ফোনটিতে ৬০৬ অক্টোকর প্রসেসরের সাথে জিবি র‍্যাপিড মেমোরি রয়েছে। যার ফলে এই ফোনটির পারফরম্যান্স অনেক স্মথ। এই স্মার্টফোনের সকল ফিচারগুলো নিচে দেওয়া হলঃ
  1. ৬.৬ ইঞ্চি ডিসপ্লে
  2. টাইগার টি ৬০৬ প্রসেসর
  3. স্টোরেজ ৬৪ জিবি
  4. পিছনের ক্যামেরা ৮+২ মেগা পিক্সেল(ডুয়েল ক্যামেরা)
  5. সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  6. ব্যাটারি ৫০০০ মিলি এম্পিয়ার
  7. বর্তমান মূল্য ৮৪৯৯ টাকা

ইনফিনিক্স হট ১২ প্লে

  1. ডিসপ্লেস ৬.৮২ ইঞ্চি
  2. প্রসেসর অক্টাকোর
  3. র‍্যাম ৪ জিবি
  4. ৬৪ জিবি স্টোরেজ
  5. মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল+ ভিজিএ
  6. ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল
  7. ব্যাটারি ৬০০ মিলে এম্পিয়ার
  8. বর্তমান মূল্য ১২৯৯৯ টাকা

Symphony inova 10

আপনি যদি কম দামের মধ্যে সেরা ফোন নির্বাচন করতে চান তাহলে Symphony inova 10 এই ফোনটি আপনার তালিকায় রাখতে পারেন। কেননা এই ফোনে আপনি স্বল্পমূল্যে অধিক পরিমাণে ফিচার পাবেন। নিচে Symphony inova 10 এর ফিচারগুলো নিচে দেওয়া হলঃ
  1. ডিসপ্লে ৬.৬ ইঞ্চি
  2. প্রসেসর মিডিয়াটেক হেলিও জি ৩৫
  3. Ram 4gb
  4. ৬৪ জিবি স্টোরেজ
  5. মেইন ক্যামেরা ৫২ মেগাপিক্সেল+ ম্যাক্রো
  6. সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল
  7. ব্যাটারি ৫০৫০ মিলিএম্প
  8. দাম ১০৯৯৯ টাকা

১৫০০০ হাজার টাকায় ভালো ফোন

আপনি যদি ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন ক্রয় করতে চান তবে এই পর্বটি মাধ্যমে জেনে নিন ১৫ হাজার টাকার মধ্যে সবথেকে ভালো কোন স্মার্টফোন। আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব 15000 টাকার মধ্যে সবথেকে ভালো ফোন সম্পর্কে। তাহলে চলুন আজকের এই পর্বের মাধ্যমে জেনে নেওয়া যাক ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন কোনটি।

Realme c33

বর্তমান বাজারে realme ফোনের চাহিদা অনেক বেশি। আপনি যদি ১৫০০০ টাকার মধ্যে ভাল ফোন খুজে থাকেন তবে আপনি realme ফোন ক্রয় করতে পারেন। এন্ড্রয়েড ওএস ১২ ভার্সনের এই মোবাইলটিতে usability খুবই ভালো। ১২৭ জি এর হালকা বডির রিয়েল মি এই মোবাইল ফোনে রয়েছে মাল্টিপল ফিসার্স।
  1. Realme c33 3/32gb ফোনের মূল্য ১৩৯৯৯ টাকা এবং ৪/৬৪ জিবি ফোনের মূল্য ১৪৯৯৯ টাকা
  2. ডিসপ্লে ৬.৫ ইঞ্চি
  3. বডিঃ ওয়েট ১৮৭ গ্রাম ডুয়েল সিম(ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ডবাই)
  4. র‍্যাম ৩ জিবি,৪ জিবি
  5. রোমঃ ৩২জিবি,৬৪জিবি,১২৮ জিবি মাইক্রো SDXC
  6. ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  7. ব্যাটারি ৫০০০ mAh
  8. ফিংগার প্রিন্ট

xiaomi Redmi 9

আকর্ষণীয় একটি ব্যান্ডের ফোন হল xiaomi Redmi 9। এই ফোনটির ডিসপ্লেস ৬.৫৩ ইঞ্চি। সাথে রয়েছে এক ১০৮০* ২৩৪০ পিক্সেল পিকচার কোয়ালিটি। আপনি যদি বর্তমান বাজারে ১৫০০০ টাকার মধ্যে ভাল মোবাইল ফোন খুজে থাকেন তাহলে আপনি আপনার তালিকায় এই ফোনটি রাখতে পারেন। এই ফোনে তথ্যগুলো নিচে দেওয়া হলঃ
  1. xiaomi Redmi 9 3/32gb ফোনের মূল্য ১৩৯৯৯ টাকা এবং ৪/৬৪ জিবি ফোনের মূল্য ১৪৯৯৯ টাকা
  2. ডিসপ্লে ৬.৫৩ ইঞ্চি
  3. বডিঃ ওয়েট ১৯৮ গ্রাম ডুয়েল সিম(ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ডবাই)
  4. র‍্যাম ৩ জিবি,৪ জিবি
  5. রোমঃ ৩২জিবি,৬৪জিবি,১২৮ জিবি মাইক্রো SDXC
  6. ক্যামেরাঃকুয়াড ১৩,৮,৫,২ মেগা পিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
  7. ব্যাটারি ৫০২০ mAh
  8. ফিংগার প্রিন্ট

Samsung galaxy a04

  • ডিসপ্লে ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর অক্টাকোর
  • Ram ৩ জিবি
  • Rom 32 জিবি
  • পিছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল(ডুয়েল)
  • সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি ৫ হাজার এম্পিয়ার
  • দামঃ ১৪,৪৯৯ টাকা

Realme Nazro 30A

  1. Realme Nazro 30A ফোনের বর্তমান মূল্য ১২৯৯৯ টাকা
  2. ডিসপ্লে ৬.৫ ইঞ্চি
  3. Realme Nazro 30A ফোনের ওয়েট ২০৫ গ্রাম
  4. ‍র‍্যাম ৩ জিবি,৪ জিবি
  5. রোম ৩২ জিবি ৬৪ জিবি
  6. সামনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
  7. ব্যাটারি ৬০০০ এম্পিয়ার
  8. ফিঙ্গারপ্রিন্ট

১০০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন

আপনি যদি ১০০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন ক্রয় করতে চান তবে এই পর্বটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব 10 হাজার টাকার মধ্যে কোন ফোনটি সবথেকে ভালো সেই সম্পর্কে। তাহলে চলুন আজকের এই পর্বের মাধ্যমে জেনে নেওয়া যাক ১০০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত। দশ হাজার টাকার মধ্যে ভাল ফোনের তালিকা গুলো নিচে দেওয়া হলোঃ

Itel p40

  1. ডিসপ্লে ৬.৬ ইঞ্চি
  2. প্রসেসর ইউনিক এসসি ৯৮৬৩এ
  3. মেইন ক্যামেরাঃ ডুয়েল ক্যামেরঃ(১২ +২ মেগাপিক্সেল)
  4. সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  5. র‍্যাম ৩/৪ জিবি
  6. রোম ৩২/৬৪ জিবি
  7. ব্যাটারি ৬০০০ মিলি এম্প
  8. বর্তমান মূল্য ৮৯৯০ টাকা

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস

  1. ডিসপ্লেস ৬.৬ ইঞ্চি
  2. প্রসেসর এউনিসক এসসি ৯৮৬৩এ
  3. মেন ক্যামেরা ৮+০৮ মেগাপিক্সেল
  4. সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  5. র‍্যাম ৪ জিবি
  6. রোম ৬৪ জিবি
  7. ব্যাটারি ৫০০০ মিলিএম্প
  8. বর্তমান বাজার মূল্য ৯৯৯৯ টাকা

টেকনো পপ ৭

  1. ডিসপ্লে ৬.৬ ইঞ্চি
  2. মেন ক্যামেরা ৮ মেগা পিক্সেল
  3. সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  4. রেম দুই জিবি
  5. রোম ৬৪ জিবি
  6. ব্যাটারি ৫০০০ মিলিএম্প
  7. বর্তমান মূল্য ৯৬৯০ টাকা

২০০০০ মধ্যে সেরা মোবাইল ফোন

আপনি যদি ২০০০০ মধ্যে সেরা মোবাইল ফোন ক্রয় কি করতে চান তবে এই পর্বটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব বিশ হাজার টাকার মধ্যে কোন ফোনটি সবথেকে ভালো সেই সম্পর্কে। তাহলে চলুন আজকের এই পর্বের মাধ্যমে জেনে নেওয়া যাক ২০০০০ মধ্যে সেরা মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত। আপনি যদি ২০ হাজার টাকার মধ্যে ভাল ফোন ক্রয় করতে চান তাহলে আপনি উপরের ফোনগুলো ক্রয় করতে পারেন। উপরে আমরা অনেক ধরনের ফোন সম্পর্কে আলোচনা করেছি। সেগুলো আপনি আপনার বাজেটের মধ্যে অনেক ভালো মানের ফোন কিনতে পারবেন। নিচে কিছু আরো মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করা হলোঃ
২০ হাজার টাকার মধ্যে ভাল ফোনের তালিকা নিচে দেওয়া হল
  1. Realme Nazro 50 price in bangladesh: ১৭৯৯৯ টাকা ৪/৬৪ জিবি এবং ১৯,৯৯৯ টাকা ৬/১২৮ জিবি
  2. Xiaomi redmi note 11 price in bangladesh: ১৮৪৯৯ টাকা ৪/৬৪ এবং ২০৪৯৯ টাকা ৬/ ১২৮
  3. infinix Note 12 price in bangladesh: ১৯,২৯৯ টাকা ৬/১২৮ এবং ২০৯৯৯ টাকা ৮/১২৮
  4. Walton primo s8 প্রাইস ইন বাংলাদেশঃ ২০৯৯০ টাকা
  5. Realme 9i price in bangladesh: ২০,৯৯৯ টাকা ৬/১২৮ জিবি
  6. Xaiaomi Redmi 10 price in bangladesh: ১৮৯৯৯ টাকা ৪/৬৪ জিবি এবং ১৯৯৯৯ টাকা ৪/১২৮ জিবি
  7. টেকনো ক্যামন 17p প্রাইস ইন বাংলাদেশঃ ১৬৯৯০ টাকা ৬/১২৮ দিবে
  8. Vivo y22 প্রাইস ইন বাংলাদেশঃ ১৯৯৯৯ টাকা ৪/১২৮ জিবি

শেষ কথা

উপরোক্ত আলোচনা সাপেক্ষে এতক্ষণে নিশ্চয় কম দামে সেরা স্মার্ট ফোন - ১৫০০০ হাজার টাকায় ভালো ফোন সম্পর্কে ধারণা পেয়েছেন। আপনার যদি এই পর্বটি সম্পর্কে কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url