বিদ্যুৎ বিল দেখার নিয়ম - অনলাইনে বিদ্যুৎ বিল চেক

অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল দেখার নিয়ম এবং অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা এই পর্বে আলোচনা করব। আপনি যদি বিদ্যুৎ বিল দেখার নিয়ম এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। নিম্নে বিদ্যুৎ বিল দেখার নিয়ম এবং অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।
বিদ্যুৎ বিল দেখার নিয়ম - অনলাইনে বিদ্যুৎ বিল চেক
অনলাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দেখতে হয় এবং আপনার মিটারের বিদ্যুৎ বিল কিভাবে চেক করবেন সেই সকল সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিদ্যুৎ বিল কত আছে এবং কত ইউনিট উঠেছে ও কত ইউনিটে কত টাকা সেগুলো জেনে রাখুন।

সূচিপত্রঃ বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪

  • অনলাইনে বিদ্যুৎ বিল দেখার নিয়ম
  • পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করার নিয়ম
  • বিকাশ বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
  • বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
  • নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
  • বিদ্যুৎ বিল NESCO
  • আবাসিক বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪
  • বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪ - শেষ কথা

অনলাইনে বিদ্যুৎ বিল দেখার নিয়ম

অনলাইনে বিদ্যুৎ বিল দেখার নিয়ম জানতে পারবেন এই পর্বের মাধ্যমে। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করা হয় তাহলে বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয়। অনেকেই এ সমস্যায় সম্মুখীন হয়েছেন। বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। যেমন-বিদ্যুৎ বিল এর তথ্য সংক্রান্ত বিভ্রান্তি, বিল পরিশোধের বিভ্রান্তি, বিল পরিশোধ করা সত্ত্বেও বিভিন্ন ভুল বোঝাবুঝি। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে বিদ্যুৎ বিল চেক করার প্রয়োজন হয়ে থাকে এক্ষেত্রে অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম আমাদের সবারই জানা উচিত। যাতে খুব সহজেই বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো জটিলতা নেমে এসেই সমাধান করা যায়।

এক্ষেত্রে, অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার জন্য পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে সম্পূর্ণ পরিপূর্ণ তথ্য দেওয়া নেই। তাই অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার জন্য আপনাকে অবশ্যই তৃতীয় মাধ্যম ব্যবহার করতে হবে। বর্তমানে বাংলাদেশে বিশেষ কয়টি অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি চাইলেই খুব সহজে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। যেমন-বিকাশ, নগদ, রকেট ইত্যাদি। উক্ত মাধ্যমগুলো নিচে আলোচনা করা হলো।

পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করার নিয়ম

আপনি নিশ্চয়ই পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করার নিয়ম জানতে চাচ্ছেন? হ্যাঁ আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পর্বে আপনি পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করার নিয়ম জানতে পারবেন। পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করার নিয়ম তিনটি রয়েছে সেগুলো হলঃ
  • গ্রাহকের বিলের কপিতে উল্লেখিত অভিযোগ নাম্বারে ফোন দিয়ে সরাসরি বিদ্যুৎ বিল সম্পর্কে তথ্য গ্রহণ
  • সরাসরি নিকট অর্থ পল্লী বিদ্যুৎ অফিস থেকে তথ্য সংগ্রহ। ও
  • অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করা।(বিকাশ, নগদ ও রকেট এর মাধ্যমে)

বিকাশ বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বিকাশ বিদ্যুৎ বিল চেক করার নিয়ম রয়েছে দুই প্রকার। যথাঃ-
  • সরাসরি বিকাশ অ্যাপ ব্যবহার করে ও
  • * 247# কোড ডায়াল এর মাধ্যমে ।

নিচে উভয়ই মাধ্যমে বিদ্যুৎ বিল দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।

  • বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দেখার নিয়ম
  • সর্বপ্রথম বিকাশ পিন নম্বর দিয়ে আপনার বিকাশ অ্যাপ এ প্রবেশ করুন
  • তারপর পে বিল নামক অপশনে ক্লিক করুন।
  • এরপর বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর কিছু স্টেপ রয়েছে, যেগুলো প্রত্যেকটি স্টেপ এর ক্ষেত্রে পরবর্তী ক্লিক করতে হবে।
  • এরপর পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটাতে সিলেক্ট করতে হবে।
  • এরপর এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি দিবেন এবং বিলের ওপর প্রদত্ত মার্ক সঠিক আছে কিনা যাচাই করে নিবেন।

* 247# কোড ডায়াল এর মাধ্যমে 

  • আপনি আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে * 247# কোড ডায়াল করুন।
  • এরপর পে বিল অপশনে ক্লিক করুন।
  • এরপর ইলেকট্রিসিটি পোস্ট পেইড অপশনে ক্লিক করুন।
  • তারপর পল্লী বিদ্যুৎ(Palli Bidyut) অপশনে ক্লিক করুন
  • এরপর এস এম এস একাউন্ট নম্বরটি দিন।
  • এভাবেই খুব সহজে উভয় উপায়ে আপনি বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানতে পারবেন এই পর্বের মাধ্যমে। আপনি যদি বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানতে চান তাহলে দুইটি উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।১) বিকাশ অ্যাপের মাধ্যমে ও ২)* 247# কোড ডায়াল এর মাধ্যমে। নিচে উভয় পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

  • বিকাশ অ্যাপ এ নির্দিষ্ট পিন দিয়ে প্রবেশ করুন
  • এরপর পে বিল নামক অপশনে ক্লিক করুন
    বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
  • বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করতে হবে
    বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
  • আপনি কোন ধরনের বিল পে করতে চাচ্ছেন তার ধরন সিলেক্ট করতে হবে
    বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
  • পল্লী বিদ্যুৎ পোস্টপেইড (Palli Bidyut postpaid) লেখা সিলেক্ট করতে হবে
  • একাউন্ট নাম্বার এবং মিটার নাম্বার দিতে হবে।
    বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
  • তারপর এসএমএস অ্যাকাউন্ট দিতে হবে এবং বিলের সঠিক মাস উল্লেখ আছে কিনা তা ভালোভাবে মিলিয়ে নিতে হবে।
উল্লেখিত কাজগুলো শেষ করে টাকা পরিশোধ করতে হবে। এভাবে আপনি আপনার বিদ্যুৎ বিল খুব সহজেই অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

* 247# কোড ডায়াল এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

  • আপনি আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে * 247# কোড ডায়াল করুন।
  • এরপর পে বিল অপশনে ক্লিক করুন।
  • এরপর ইলেকট্রিসিটি পোস্ট পেইড অপশনে ক্লিক করুন।
  • তারপর পল্লী বিদ্যুৎ(Palli Bidyut) অপশনে ক্লিক করুন
  • এরপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর এস এম এস একাউন্ট নম্বরটি দিন।
উল্লেখিত কাজগুলো শেষ করে টাকা পরিশোধ করতে হবে। এভাবে আপনি আপনার বিদ্যুৎ বিল খুব সহজেই অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জানতে পারবেন এই পর্বের মাধ্যমে। নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম নিচে ছবির মাধ্যমে দেখানো হলোঃ
  • সর্বপ্রথম নগদের পিন দিয়ে নগর অ্যাপ এ প্রবেশ করুন
  • পে বিল নামক অপশনে ক্লিক করুন
    নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
  • এরপর বিদ্যুৎ বিলের প্রতিষ্ঠানের নাম এর অপশনে ক্লিক করতে হবে
    নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
    নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
  • আপনার বিলে উল্লেখিত একাউন্ট নাম্বার এবং আরো কিছু তথ্য দিতে হবে
    নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
  • তারপর আপনার বিলে উল্লেখিত বিলের পরিমাণ দিতে হবে
  • এবার আপনি আপনার কাঙ্খিত বিলটি পরিশোধ করতে পারবেন।

বিদ্যুৎ বিল NESCO

বিদ্যুৎ বিল NESCO সম্পর্কে যদি জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এখান থেকে আপনি বিদ্যুৎ বিল NESCO সম্পর্কে জানতে পারবেন। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পি এল সি(NESCO) বিদ্যুৎ বিল চেক করা ও পরিশোধ করার নিয়ম। অনলাইনের মাধ্যমে খুব সহজেই স্মার্ট ফোন বা ডেস্কটপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ ও চেক করা যায়। এক্ষেত্রে NESCO এর অফিসিয়াল ওয়েবসাইট www.prepaid.nesco.gov.bd এর মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।NESCO বিলের প্রিপেইড মেইন ওয়েব সাইটে প্রবেশ করে কনজ্যুমার নাম্বার অথবা মিটার নাম্বার টাইপ করে লগইন করতে হবে এরপর, রিচার্জ হিস্ট্রি অপশনে ক্লিক করার মাধ্যমে বিলের যাবতীয় তথ্য ও মিটারের যাবতীয় হিস্ট্রি দেখতে পাবেন। গ্রাহকের নাম ঠিকানা মোবাইল নাম্বার, মিটারের ধরন মিটার স্থাপনের তারিখ থেকে শুরু করে মিটারে কত টাকা রিচার্জ করেছেন অবশিষ্ট কত টাকা রয়েছে সবকিছু তথ্য বিস্তারিতভাবে দেখতে পারবেন।

আবাসিক বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪

আবাসিক বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪ অনেকেই জানেনা। তাই আজকে আমরা জানাবো আবাসিক বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪। বর্তমান সময়ে বিদ্যুতের চাহিদা অনেকাংশে বেড়ে গিয়েছে। বর্তমানে প্রত্যেকটি কাজের সঙ্গে বিদুৎ জড়িত। তাই বিদ্যুতের ইউনিট সম্পর্কে আমাদের জানা উচিত। অনেক সময় আমরা বিদ্যুতের ইউনিট হিসাব করতে নাজেহাল হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কোন খাতে বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট হিসেবে নির্ধারণ করা হয়েছে।

গ্রাহক                                ইউনিট                                            প্রতি ইউনিটের দাম(টাকা)

                                        ০-৫০ ইউনিট                                        ৩.৯৪ টাকা

প্রথম পর্যায়                    ০-৭৫ ইউনিট                                         ৪.৪০ টাকা

দ্বিতীয় পর্যায়                    ৭৬-২০০ ইউনিট                                    6.1 টাকা

তৃতীয় পর্যায়ে                    ২০১-৩০০ ইউনিট                                   6.30 টাকা

চতুর্থ পর্যায়ে                        ৩০১-৪০০ ইউনিট                                ৬.৬৬ টাকা 

পঞ্চম পর্যায়ে                    ৪০১-৬০০ ইউনিট                                    ১০.44 টাকা 

ষষ্ঠ পর্যায়                        ৬০০ ইউনিট এর ওপরে                              ১২.৩ টাকা

কৃষি ক্ষেত্রে শেষ প্রকল্প                                                                       ৪.৩৭ টাকা 

শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান                                              ৬.৩২ টাকা 

পানির পাম্প ও রাস্তার পাশের লাইট                                                    ৮.৯ টাকা 

ক্ষুদ্র শিল্প                                                                                              ৮. ৯৬ টাকা

নির্মাণ শিল্প                                                                                            12.60 টাকা 

শিল্পক্ষেত্রে                                                                                                ৮. ৯০ টাকা 

ব্যাটারি চার্জিং স্টেশন                                                                                ৮.২ টাকা 

বাণিজ্যিক/অফিস                                                                                        ১০.৮২ টাকা

বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪ - শেষ কথা

উপরের আলোচনা অনুযায়ী এতক্ষণে নিশ্চয়ই বিকাশ / নগদ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় জানতে পেরেছেন। আপনার যদি বিদ্যুৎ বিল সম্পর্কে আরো কিছু জানা থাকে তবে কমেন্ট করে জানাবেন এবং এই পর্বটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url