মাথা ব্যাথা ও চোখে ঝাপসা দেখার কারণ কি

মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন কারণে চোখে ঝাপসা দেখার পাশাপাশি মাথাব্যথা দেখা দিতে পারে। যেমন চোখের রোগ , মাথায় আঘাত লাগা বা চোখে আঘাত লাগা ইত্যাদি কারণ হতে পারে। মাথা ব্যথার সময় চোখে ঝাপসা দেখা এটা চোখের ওপর চাপ সৃষ্টি করে।
মাথা ব্যাথা ও চোখে ঝাপসা দেখার কারণ কি

পোস্ট সূচিপত্রঃ খেজুরের উপকারিতা-

  • চোখে ঝাপসা দেখা
  • চোখে ঝাপসা দেখার কারণ কি
  • মাথা ব্যথা
  • মাথাব্যথার কারণ
  • শেষ কথা

চোখে ঝাপসা দেখা

চোখে ঝাপসা দেখা হল দৃষ্টির তীক্ষ্ণতা হারিয়ে যাওয়া। যার কারণে রোগী একটি বস্তুর সূক্ষ্ম বিবরণ দেখতে অক্ষমতা প্রকাশ করে।

চোখে ঝাপসা দেখার কারণ কি

চোখে ঝাপসা দেখার বিভিন্ন কারণ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে চোখে বিভিন্ন ধরনের আঘাত, চোখে ছানি পড়া, নিউরোপ্যাথি, কর্নিয়ার সংক্রমণ, চোখের সংক্রমণ, চোখ থেকে রক্তক্ষরণ ইত্যাদি কারণ হতে পারে। কারণের ওপর ও চোখের অবস্থার উপর ভিত্তি করে চোখে ঝাপসা দেখার অল্প পরিমাণ থেকে বেশি হতে পারে। এছাড়াও অন্য রোগের লক্ষণ বা উপসর্গ হিসেবেও চোখে ঝাপসা দেখা ও মাথা ব্যথা দেখা দিতে পারে। চলুন সে সকল রোগ সম্পর্কে জেনে নেই-
  • উচ্চ রক্তচাপ
  • ফটো সেনসিটিভিটি/আলোক সংবেদনশীলতা
  • রক্তে অতিরিক্ত শর্করার পরিমাণ
  • চোখ জ্বালাপোড়া
  • মাথাব্যথা
  • চোখ লাল হয়ে যাওয়া
  • মাইগ্রেন
  • স্ট্রোক। ইত্যাদি।

মাথাব্যথা কি

প্রত্যেক মানুষের জীবনের কোন না কোন সময় মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন৷ আসলে এটি কোনো রোগ নয় একটি উপসর্গ মাত্র। মাথাব্যথার সঙ্গে অনেকের মাথা ঘুরানোর মতো সমস্যাও দেখা যায়৷ মাইগ্রেন বা সিস্ট থাকলে ব্যথা হতে পারে। আবার কারো কারো দেখা যায় সূর্যের আলো সরাসরি চোখে পরার ফলে মাথা ব্যথা হই৷ ঘন ঘন মাথা ব্যাথা প্রাত্যহিক পরিবার ও কর্মজীবনকে বিষাদ ময় করে তুলতে পারে৷মাথাব্যথা একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা।

মাথা ব্যাথার কারণ

  • গরমের সময় অতিরিক্ত গরম পড়ার জন্য মাথাব্যথা হতে পারে
  • আমাদের চলার পথের সূর্যের আলো চোখে পড়াতে মাথাব্যথা হতে পারে তাই সব সময় চোখে চশমা ব্যবহার করাই উত্তম।
  • যানবাহনের চলাফেরার ক্ষেত্রে মাথার চুলে  ধুলাবালি পড়ার কারণে চুল নোংরা হয়ে যায় সে ক্ষেত্রে মাথাব্যথা হতে পারে।
  • আবার যারা ধূমপান ও মাদক সেবন করে তাদের সিগারেট মাদকদ্রব্য না পেলে মাথা ব্যথা হতে পারে, চা পান জর্দা তামাক কফি বা যেকোন নেশার বস্তু তে না পেলে মাথাব্যথা হয়,তাই সব ধরনের মাদক দ্রব্য পরিহার্য৷পান জর্দা গলের মতো নেশা ও দেহের জন্য ক্ষতিকারক,
  • মাথা ব্যথার অন্যতম কারণ হলো গভীর রাত পর্যন্ত জেগে থাকা সঠিক সময়ে না খাওয়া দুশ্চিন্তা করা।
  • অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পারিবারিক অশান্তি ও মানসিক কষ্টের কারণে মাথাব্যথা হয়।

শেষ কথা

উপরে আলোচনা অনুযায়ী আপনি যদি মাথা ব্যাথার কারণ সম্পর্কে জানতে পারেন এবং এই পর্বের মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সবাই কে জানার সুযোগ করে দিবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url